বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নির্মাণাধীন ভবনের বিম ধসে শঙ্কর রাজভোর (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের জলেশ্বরীতলা এলাকার বগুড়া সিটি সেন্টার ভবনে এ ঘটনা ঘটে। নিহত শংকর শহরের দক্ষিন চেলোপাড়া এলাকার বিশ্বনাথের ছেলে। জানা গেছে, নিহত শংকরসহ আরো কয়েকজন শ্রমিক বিল্ডিংয়ের নিচের নির্মাণ করা দোকান ঘর ভাংছিলেন। এ সময় হঠাৎ করে বিমটি ধসে শংকরের উপর পরে। এতে ঘটনাস্থলেই শংকরের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post