ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নির্বাচন প্রভাবিত হতে পারে এমন শঙ্কায় ওসিদের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রোববার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে ‘মুজিব একটি জাতির রুপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের নামে বিএনপি নাশকতা করছে। মূলত সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেই আগুন সন্ত্রাস করছে দলটি। তিনি বলেন, নাশকতাকারীদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দেশের মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের মানুষও বিএনপিকে প্রতিহত করছে। মন্ত্রী আরও বলেন, দ্রুত সময়ের মধ্যেই বিএনপি নামক সন্ত্রাসী দলকে প্রতিহত করা হবে। ভোটে আসতে না পেরেই আগুন সন্ত্রাস করছে বিএনপি।
Discussion about this post