আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (৩ জুলাই) ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তাব্যক্তির সঙ্গে এক ফোনকলে এ কথা বলেন বাইডেন। এক প্রতিবেদন বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তার প্রচারণা কর্মীদের সঙ্গে ফোন কলে কথা বলেছেন। ডেমোক্র্যাটিক আইন প্রণেতা ও গভর্নরদের সঙ্গেও বৈঠক করেছেন। এসময় ২০২৪ সালের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। মূলত গত বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে চাপের মধ্যে আছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী নভেম্বর হতে যাওয়া নির্বাচন থেকে সরে যেতে তার ওপর বাড়ছে চাপ। খোদ নিজের দলের ভেতরেও চাপের মুখে পড়েছেন তিনি। তবে এসব পাত্তা দিচ্ছেন না বাইডেন। সূত্র বলছে, ফোনকলে বাইডেন নির্বাচন থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। দলের অভ্যন্তরীণ এমন চাপের মুখে বাইডেন পদত্যাগ করতে পারেন, এমন একটি আলোচনা চাউর হয়েছিল। তবে বুধবার এক প্রশ্নের জবাবে সেটিও নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের। জন-পিয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল বাইডেন পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কি না? জবাবে কারিন বলেন, ‘অবশ্যই, না’।
Discussion about this post