ঝিনাইদহ প্রতিনিধি: দলের প্রতি আনুগত্য প্রদর্শন ও শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন ঝিনাইদহ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী নবী নেওয়াজ। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের নিজস্ব কার্যলয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সেই সাথে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজীকে সমর্থন দেন। নবী নেওয়াজ বলেন, দলের দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে থেকে দলের প্রতি তার আনুগত্য ও শ্রদ্ধা রয়েছে। তাই নির্বাচন থেকে সরে দাড়ালেন তিনি। সেই সাথে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ ৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজী, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান টিপুসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post