স্পোর্টস ডেস্ক: চলতি বছরের মার্চে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তামিম ইকবাল। পরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ থেকে বেঁচে ফেরেন তিনি। এবার জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ঘটলো একই ঘটনা।আজ শনিবার (২৫ অক্টোবর) শুরু হয়েছে জাতীয় লিগের ২৭তম আসর। এদিন খুলনা ও বরিশালের মধ্যকার চলমান ম্যাচের প্রথম সেশনের ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন জাতীয় দলে দুই ওয়ানডে খেলা ফজলে মাহমুদ রাব্বী।বরিশাল বিভাগের ব্যাটার রাব্বীর এই অবস্থা দেখে দৌড়ে ছুটে যান প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকারও। যদিও পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও পরবর্তী সময়ে ভালো অনুভব করায় হাসপাতালে যেতে হয়নি তাকে। জানা গেছে, গরমের কারণেই অসুস্থ হয়ে যান রাব্বী। ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভালো অনুভব করায় হাসপাতালে নেওয়া হয়নি রাব্বিকে। পরে আরও বিস্তারিত জানানো হবে।
























































Discussion about this post