আন্তর্জাতিক ডেস্ক: নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। জল ও স্থল—দুই মাধ্যমেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এই মিসাইল পরীক্ষার খবর গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) পাক মিডিয়া দ্য ডনের প্রতিবেদনে জানানো হয়।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনী দেশীয়ভাবে নির্মিত অত্যাধুনিক নির্দেশিকা ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্যযুক্ত একটি ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ক্ষেপণাস্ত্রটিতে স্টেট অব দ্য আর্ট গাইডেন্স সিস্টেম এবং উন্নত ম্যানুভারিং প্রযুক্তি সংযোজন করা হয়েছে।পরীক্ষা উৎক্ষেপণের সময় উপস্থিত ছিলেন- পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফসহ সিনিয়র বিজ্ঞানী ও প্রকৌশলীরা। আইএসপিআর এই সফলতাকে পাকিস্তানের প্রযুক্তিগত সক্ষমতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় নৌবাহিনীর দৃঢ় অঙ্গীকারের প্রমাণ বলে আখ্যায়িত করেছে।ইসলামাবাদের দাবি, অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন সিস্টেম ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রটি সহজেই শত্রুপক্ষের রাডার এড়িয়ে যেতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের ধারণা, অস্ত্রটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সামরিক ক্ষমতা আরও বাড়বে।উল্লেখ্য, এরও মাত্র দুই মাস আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি সাড়ে ৭০০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল ‘ফাতাহ-ফোর’-এর সফল পরীক্ষাও সম্পন্ন করেছিল পাকিস্তান।
























































Discussion about this post