ডেস্ক রিপোর্ট: বেড়াতে গিয়ে লেকের পানিতে ডুবে নিউইয়র্কে দুই বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার নিউইয়র্কের টাউন অব বেথেলের হোয়াইট লেকে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা ব্যাক্তিরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) ও তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার পুরো পরিবার নিয়ে রুহুল আমিন টাউন অব বেথেলে বেড়াতে যান। রবিবার দুপুরে তার জামাই আফরিদ পাশের হোয়াইট লেকে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করেই আফরিদ পানিতে তলিয়ে যায়। দুলাভাইকে বাঁচাতে শ্যালক বাছির এগিয়ে যায়। তাদের দুইজনকে বাঁচাতে এগিয়ে যান রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন। তারা দু’জনে কেউই সাঁতার জানতেন না। লেকের পাড় থেকে মেয়ের জামাই, নিজের ছেলে-মেয়েকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রহুল আমিনের স্ত্রী রাহেলা আমিন। এ ঘটনায় রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন আমিনকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বাছির ও আফরিদের জানাজা শেষে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তাদের দাফন করা হবে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
Discussion about this post