ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে তিনদিন ব্যাপী বাংলাদেশ সম্মেলন শুরু হয়েছে লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে। বাংলাদেশ কনভেনশন নর্থ আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের এই মিলনমেলার আয়োজন করেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও এ্যালেগরা হোম কেয়ারের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, বিশিষ্ট চিকিৎসক চৌধুরী সরোয়ার হাসান, নারী নেত্রী বদরুন নাহার খান মিতা, সম্মেলনের চেয়ারম্যান রিয়েল এস্টেট ব্যাবসায়ী নুরুল আজিম ও সম্মেলনের সদস্য সচিব আলমগীর খান আলম। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়। পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান ও স্থানীয় শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সামিনা চৌধুরী, রিজিয়া পারভীন ও সেলিম চৌধুরীসহ দেশী ও প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। প্রবাসীদের মিলনমেলা খ্যাত এই বাংলাদেশ সম্মেলনে আমেরিকা ও কানাডায় বসবাসরত বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
Discussion about this post