আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত ও আরও ৯ জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, এ হামলা গ্যাং-সম্পর্কিত সহিংসতার ফল। সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রোববার ভোর ৩টা ২৭ মিনিটের দিকে ক্রাউন হাইটস এলাকার টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে তারা ছুটে যায়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভেতরে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পান।তিনি জানান, ভুক্তভোগীদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন নারী। নিহত তিনজন পুরুষের বয়স ছিল ১৯, ২৭ ও ৩৫ বছর। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছরের তরুণ, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে কারও আঘাত প্রাণঘাতী নয়।টিশ জানান, ভিড়ে ঠাসা ওই রেস্তোরাঁয় ঝগড়ার জেরে এই গোলাগুলি হয়। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে এটি গ্যাং-সম্পর্কিত ঘটনা বলে মনে হচ্ছে।’ তার মতে, কিছু ভুক্তভোগী হয়তো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তবে নিরীহ মানুষও এতে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে একাধিক আগ্নেয়াস্ত্রের ৪২টি খোসা উদ্ধার করেছেন।নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ ঘটনাকে ‘ভয়াবহ বন্দুক সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি মনে করিয়ে দেন, কয়েক সপ্তাহ আগেই ম্যানহাটনে আরেকটি হামলায় চারজন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তাও ছিলেন।অ্যাডামস বলেন, ‘এ ধরনের বন্দুক সহিংসতা একটি সম্প্রদায় ও শহরের জন্য গভীর ক্ষত তৈরি করে।’ তিনি জানান, শহরজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ইতোমধ্যেই ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সহায়তায় এবং প্রতিশোধমূলক সহিংসতা ঠেকাতে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।এনওয়াইপিডি কমিশনার টিশ বলেন, ‘এ বছর প্রথম সাত মাসে নিউইয়র্ক সিটিতে গুলিবর্ষণের ঘটনা এবং গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড কম। আজ সকালে যা ঘটল, সেটি নিঃসন্দেহে ভয়াবহ এবং ব্যতিক্রমী একটি ঘটনা।’
Discussion about this post