বিনোদন ডেস্ক: না ফেরার দেশে পারি জমালেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। মঙ্গলবার (৪ জুন) ভোর ৬টায় মৃত্যু হয় তার। সীমানার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছোট ভাই এজাজ বিন আলী। ৩৯ বছর বয়সী সীমানা মৃত্যুকালে তার স্বামী ও দুই ছেলে রেখে গেছেন। গত ২১ মে সীমানার স্ট্রোক হয়। পরে দ্রুত তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। তার লিভারেও সমস্যা রয়েছে। সেখানে নিউরোলজিস্ট ও লিভার স্পেশালিস্ট দুই ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। পরে তার জ্ঞান না ফেরায় আইসিইউতে রাখা হয়। জানা যায়, সেখানে এই অভিনেত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে ভেন্টিলেশনে শেষ চেষ্টা হিসেবে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু আর ফেরা হলো না সীমানার। গত বুধবার সীমানার শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন বিনোদন অঙ্গনে কাজ করা শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় করেন তিনি। গেল বছর ‘রোশনী’ নামের একটি সিনেমাতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করছেন বিপ্লব হায়দার। ২০১৬ সালে হঠাৎ অভিনয় থেকে বিরতি নেন তিনি। পরে জানা যায়, মা হওয়ার জন্যই তার ওই বিরতি। দুবার মা হওয়ার কারণে দীর্ঘ বিরতি ভেঙে আবার নাটকে অভিনয় শুরু করেন সীমানা।
Discussion about this post