ঢাকা: গত বছর প্রথমবার জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা সাড়া ফেলেছিল দর্শকদের মনেও।ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরও যেন এই টুর্নামেন্ট মাঠে গড়ায়। সেই চাওয়া পূরণ করেছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। ১৫ তারিখ থেকে শুরু হয়ে যা শেষ হবে ৪ অক্টোবর। এবারের আসরেও থাকছে ৮ টি দল।সাব্বির রহমান গেল আসরে কোনো দলের হয়ে ছিলেন না। এছাড়া নিষেধাজ্ঞার কারণে ছিলেন না নাসির হোসেনও। আসন্ন এনসিএলে এই দুই ক্রিকেটারই ফিরছেন। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাব্বিরের নাম রয়েছে নিজ বিভাগ রাজশাহীর হয়ে, এছাড়া নাসিরের নাম রয়েছে নিজ বিভাগ রংপুরের হয়ে।বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন তিন ভেন্যুতে হবে এবারের এনসিএল। এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘এটা নিয়ে আমাদের লম্বা একটা সভা হয়েছে। কারণ, ভেন্যু পাওয়াটা আসলে কঠিন ছিল। একই জায়গায় দুটা মাঠ দরকার। অনেক চিন্তা-ভাবনা করে আমরা এখন বগুড়া, রাজশাহী এবং সিলেট- এই তিনটা জায়গায় করার কথা ভাবছি। এটাই এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি।’
Discussion about this post