ঢাকা:আন্তর্জাতিক নারী দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নারীদের ক্ষমতায়ন ও সমতার বার্তা পৌঁছে দিতে বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগামীকাল শনিবার (৮ মার্চ) ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে বিজি ৩৮৮ ফ্লাইটটি পরিচালিত হবে সম্পূর্ণ নারী ক্রুদের দ্বারা।শুক্রবার (০৭ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, এই বিশেষ ফ্লাইটের ককপিটে থাকবেন ক্যাপ্টেন আনিতা, ফার্স্ট অফিসারের দায়িত্ব পালন করবেন তাবাসসুম। এছাড়া, ফ্লাইট পরিচালনায় থাকবেন আরও পাঁচ নারী কেবিন ক্রু।রাষ্ট্রায়ত্ত্ব বিমান সংস্থাটি জানিয়েছে, নারীদের দক্ষতা, নেতৃত্ব ও সক্ষমতাকে তুলে ধরতে তারা এই উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে, এ ধরনের উদ্যোগ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে এবং বৈষম্য দূরীকরণের বার্তা দেবে।প্রতিবছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য “সমতার পথে এগিয়ে চলি”, যা নারীদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে।
Discussion about this post