নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে শারমিন জুট বেলার্সের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার রাত আড়াইটারে দিকে শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শ্রমিকরা বলেন, গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকপক্ষ জানায়, শারমিন জুট বেলার্স থেকে সালাম, মহসিন কবির, গোপাল তালুকদার ও গণেস বাবু চার মালিক মিলে গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুত করে। গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে। ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
Discussion about this post