নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ধর্ষণে বাধা দেওয়ায় সাবেক ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুনকে বাসার চারতলা ছাদ থেকে ফেলে হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলার অন্যতম আসামি নূর ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে র্যাব-১১। সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আজিজ মিয়ার ছেলে। র্যাব-১১’র মিডিয়া কর্মকর্তা গোলাম র্মোশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর উপজেলার ফতুল্লার চিতাশাল এলাকার এক নম্বর গলিতে কবির মাষ্টারের বাড়িতে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ভুক্তভোগী নারী। গত ২২ আগস্ট দিনগত রাতে স্থানীয় সন্ত্রাসী মফিজ (৪০) নেতৃত্বে একদল সন্ত্রাসী ওই ফ্ল্যাটে গিয়ে নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ওই বাসায় গিয়ে ধর্ষণ চেষ্টায় বাধা প্রধান করে। এতে ক্ষিপ্ত হয়ে মফিজ তার দলবল নিয়ে মামুনকে এলোপাথাড়ি মারধর করেন। একপর্যায়ে চার তলার ছাদে নিয়ে নিচে ফেলে দেয়। তখন আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় তাকে ধর্ষণ চেষ্টা এবং মামুনকে হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে র্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় ৩নং আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করেছে। তাকে ফতুল্লা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post