বিনোদন ডেস্ক: সম্প্রতি এক বিরল অটোইমিউন রোগ মায়োসাইটিসে আক্রান্ত হন সামান্থা রুথ প্রভু। তারপর থেকেই সামান্থাকে নিয়ে নানা মহলে নানা কথা। কখনও জানা গেছে, তিনি কাজ কমাচ্ছেন। আবার কখনও শোনা গেছে, বেশ কিছু কাজ হাতছাড়া হয়েছে তার। তবে না, তেমনটা কিছুই ঘটেনি। তবে বার বার জল্পনা শুরু হয় তাকে নিয়ে। কিন্তু মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর থেকে একটা লম্বা সময় ধরে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাকে। সুস্থ হতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে সামান্থার। সে কারণেই মন ভালো করতে কাজে ফিরেছেন সামান্থা। ‘শকুন্তলম’-এর ডাবিংয়ের ছবি ভাগ করে নিয়ে সামান্থা লেখেন, ‘শিল্পই আমার সব মনখারাপের ওষুধ।’ গতকাল সোমবার নিজের আসন্ন ছবি ‘শকুন্তলম’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে অল্প সময়ের জন্যই আসেন। তারপর থেকে শুরু হয়েছে ফিসফাস। সামান্থার নাকি জৌলুস কমেছে, কারও মতে আগের মতো রূপ নেই তার। সোমবারই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় সামান্থাকে। তার পর সমাজেমাধ্যমে কটাক্ষ। তবে মুখ বুজে থাকার পাত্রী যে নন সামান্থা, আরও একবার সেটাই প্রমাণ করলেন। নিজের টুইটার অ্যাকাউন্ট নিন্দকদের জবাব দিয়ে তিনি লেখেন, ‘আমি প্রার্থনা করব, আমার মতো আপনাদের কাউকে যাতে মাসের পর মাস চিকিৎসার মধ্যে দিয়ে যেতে না হয়। ভালোবাসা নিন ও নিজেদের ঔজ্জ্বল্য বাড়ান।’ সদ্য মুক্তি পেয়েছে সামান্থার নতুন ছবির ট্রেলার। কবি কালিদাসের বিখ্যাত নাটক ‘অভিজ্ঞান শকুন্তলম’। সামান্থার ছবির ট্রেলারে ফুটে উঠেছে সেই গল্পের গুরুত্বপূর্ণ অধ্যায়। গুণশেখরের এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সামান্থা এবং দেব মোহন। একাধিক চরিত্রে আরও অভিনয় করেছেন কবীর বেদি, প্রকাশ রাজ, অদিতি বালন, গৌতমীসহ আরও অনেক নামীদামি অভিনেতা। তেলুগু, তামিল, কন্নড়, মলয়ালম ও হিন্দি- মোট ৫টি ভাষায় মুক্তি পাবে গুণশেখরের এই ম্যাগনাম ওপাস।
Discussion about this post