স্পোর্টস ডেস্ক: মাত্র ১৮ বছর বয়সেই অসাধারণ সাফল্য পেয়েছেন লামিন ইয়ামাল। ক্লাব ও জাতীয় দলের হয়ে আলো ছড়ানো এই তরুণকে ঘিরে সাম্প্রতিক সময়ে মাঠের বাইরে তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক। ঠিক এমন সময়ই তাকে সতর্ক করে সাফল্য ধরে রাখার উপদেশ দিলেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল।মোভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল বলেন, ইয়ামালের সামনে এগোতে হলে তার চারপাশে এমন মানুষ থাকা প্রয়োজন, যারা সত্যিকার অর্থে তার ভালো চান। তিনি বলেন, “তার চারপাশে থাকতে হবে এমন মানুষ, যারা সঠিক সময় সঠিক কথাটা বলবে—সফল মানুষ যেসব কথা শুনতে পছন্দ করে না, সেগুলোও। তাকে সেই কথাগুলো শোনার মানসিকতা রাখতে হবে। আলোয় থাকা একজন তরুণের জন্য এটা সহজ নয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।”সাম্প্রতিক সময়ে ইয়ামালকে নিয়ে মাঠের বাইরে বেশ কিছু বিতর্ক হয়েছে—প্রতিপক্ষকে নিয়ে মন্তব্য, বিলাসী পার্টিতে অংশগ্রহণ, আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে ঘোরাঘুরি, সঙ্গে যোগ হয়েছে চোটের ধাক্কা। তবে সমালোচনার মধ্যেও মাঠে তার পারফরম্যান্স ধরে রেখেছেন স্পেনের এই প্রতিভাবান ফুটবলার।নাদাল আরও বলেন, “তার পাশে এমন মানুষ থাকা দরকার, যারা তার উপকারে আসে—হোক সে পরিবারের কেউ বা সতীর্থ। সবার বাস্তবতা, মানসিকতা আলাদা। সাফল্যের অনেক পথ আছে, কিন্তু সাফল্যকে কে কীভাবে সামলায় সেটাই নির্ধারণ করে মানুষটা সুখী হবে নাকি অসুখী। কারণ, খ্যাতি আর সাফল্য একসময় গ্রাস করে ফেলতে পারে, আপনাকে অসুখীও করে তুলতে পারে।”মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে আত্মপ্রকাশ করেছিলেন নাদাল। ১৯ বছর বয়সে প্রথম ফ্রেঞ্চ ওপেন জেতা এই তারকা বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠলেও কখনও খ্যাতিকে নিজের দখল নিতে দেননি। সেই অভিজ্ঞতা থেকেই তিনি তরুণ ইয়ামালকে দিলেন সাফল্য সামলানোর এই বার্তা।
























































Discussion about this post