নাটোর প্রতিনিধি: নাটোরে অর্থভাবে পড়াশোনা অনিশ্চয়তা হওয়া দরিদ্র এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এ সময় ওই শিক্ষার্থীর হাতে ৩০ হাজার টাকার শিক্ষা উপকরণ প্রদান করা হয়। বুধবার বেলা ১১টার দিকে কানাইখালী এলাকার পুনাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় জেলা পুনাকের সভানেত্রী সোহানা তারিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী সহিমা সুলতানা, আনিকা তাসনিম, তাসলিমা আক্তার প্রমচখ। পুনাকের সভানেত্রী সোহানা তারিক জানান, দরিদ্র চা বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে রাফিজা আক্তার ঋতু এসএসসি পাস করে নাটোর মহারাজা জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। কিন্তু তার বাবা অর্থের অভাবে বই কিনতে পারছিলেন না। ফলে অর্থভাবে তার পড়াশোনা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এই খবর পেয়ে পুনাক ওই শিক্ষার্থীকে সহযোগিতার উদ্যোগ নেয়। আজ তাকে পাঠ্যপুস্তকসহ ৩০ হাজার টাকার উপকরণ তার হাতে তুলে দেওয়া হয়। তিনি আরও জানান, পুলিশ নারী কল্যাণ সমিতি সবসময়ই দুস্থ ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করে আসছে। এমনকি যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের যথাসাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করে আসছে। ভবিষতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Discussion about this post