নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের বাবলা গ্রামের নিজ বাড়িতে মা, এক ছেলে ও এক মেয়ের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আজ রবিবার (২২ মে)সকালে পরিবারের অন্যান্য সদস্যরা ঘরে তাদের তিন জনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রহিমার স্বামী গিয়াসউদ্দিন শেখ এর ভাগ্নে মোমেনমিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাবলা গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫), তার ছেলে রাব্বি শেখ (১২) এবং মেয়ে রাকিবা শেখ (৭)। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা করা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।
Discussion about this post