বিনোদন ডেস্ক: স্বপ্নপূরণের আরও এক ধাপ। নরমাল ডেলিভারিতে কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া ভাট। রবিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। আজ সকাল সাড়ে ৭টার দিকে এইচএন রিল্যায়ান্স হাসপাতালে আলিয়াকে ভর্তি করাতে নিয়ে যান রণবীর কাপূর। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে। তারপর প্রসববেদনা উঠলে প্রাকৃতিক নিয়মে সন্তানের জন্ম দেন ২৯ বছরের আলিয়া। চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন জুটিতে। গত জুন মাসে সন্তান আগমনের সুখবর ভাগ করে নিয়েছিলেন এই দম্পতি। আলিয়া তখন লন্ডনে। জীবনের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শুটিংয়ে। হাসপাতালের শয্যা থেকে ছবি পোস্ট করেছিলেন হবু মা। তার ৫ মাসের মধ্যে পৃথিবীর আলো দেখল রণবীর-আলিয়ার প্রথম সন্তান। যেহেতু নরম্যাল ডেলিভারি চেয়েছেন অভিনেত্রী, প্রতীক্ষার প্রহর ছিল আরও দীর্ঘ। শেষমেশ বিলাসহুল হাসপাতালের লেবার রুমে নবজাতকের কান্না শোনা গেল। কন্যার জন্ম দিলেন আলিয়া।
Discussion about this post