ঢাকা: মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ১০ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সমাবেশস্থলটি দুপুরের আগ থেকেই পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের মিলনমেলায়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)–এর শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসা বিএনপির নেতাকর্মীদের মাথায় ছিল লাল, সবুজ, সাদা ও কালো টুপি, পরনে দলীয় রঙের টি-শার্ট। চারপাশে চলছে ঢাক-ঢোল, স্লোগান আর দলীয় সংগীত। বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখছেন সমাবেশে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশকে ঘিরে নয়াপল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য, যাদের নিরাপত্তা দায়িত্বে তৎপর দেখা গেছে। বিএনপির নেতারা বলেন, মে দিবস কেবল স্মারক নয়, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রতিদিনের আন্দোলনের প্রতীক। তাই তারা সরকারকে অবিলম্বে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
Discussion about this post