বিএম হানাস সাইফুল: নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন। জানাজার নামাজ শেষে দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেয়া হয় কফিন। এর পর কফিনে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজার নামাজে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রশিদ হাবিব, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ। এছাড়া জানাজার নামাজে অংশ নেন এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। মরহুম খন্দকার মাহবুব হোসেনের আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
Discussion about this post