আন্তর্জাতিক ডেস্ক: তীব্র শীত এবং ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। বুধবার (২৭ ডিসেম্বর) নিউজ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলে দেখা দিয়েছে বিঘ্ন। শহরটিতে মৌসুমের সর্বোচ্চ শীত এবং কুয়াশা কাবু করেছে জনগণকে। উত্তরের কয়েকটি শহরেও শীত এবং কুয়াশার প্রকোপ পূর্বের তুলনায় বেড়ে গেছে বলে জানা যায়। এমন পরিস্থিতিতে ১০০ ফ্লাইট এবং ২৫ টি ট্রেন ছাড়ার সময়সূচিতে বদল আনা হয়েছে। প্রকৃতিতে কুয়াশার কারণে সৃষ্ট ঘন স্তর পড়ার কারণে পরিস্থিতি খারাপ হয়ে গেছে বলে জানিয়েছে দিল্লির আবহাওয়া অধিদপ্তর। বিভিন্ন এলাকায় দুর্ঘটনার প্রবণতা বেড়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, নয়াদিল্লির প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশেও জেঁকে বসেছে তীব্র শীত। কুয়াশার মধ্যে যানবাহন নিয়ে সতর্কতার সাথে চলাচল করতে আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
Discussion about this post