ঢাকা: নতুন বছর উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সাথে মেডিকেলে কর্মরত সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০১ জানুয়ারি)দুপুরে হাসপাতালের পরিচালকের কক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এই সময় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক ও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামানকে সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে দুই পরিচালক সাংবাদিকদেরও নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি, এরপর সাংবাদিকদের সাথে পরিচালক ফটোসেশনে অংশগ্রহণ করেন। এই সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাসুদ রানা, সময় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার কাজী শফিউল ইসলাম(আল আমিন), যমুনা টেলিভিশনে সৈয়দ আমানত আলী,এশিয়ান টেলিভিশন হাফেজ মহিউদ্দিন,নয়া দিগন্ত মোঃ শামীম হাওলাদার, যুগান্তরের মোঃ কাউসার মাহমুদ, ঢাকা টাইমসের আহমেদ মুন্নি, আমার বার্তার জাহাঙ্গীর আলম শাহিন সাবেক একুশে টিভির মোঃ এনামুল,নিউজ বাংলা নিউজের আতিকুল ইসলাম,কালের নিউজ টোয়েন্টিফোরের মোঃ জীবন মিয়া ও অগ্রযাত্রা নিউজ টোয়েন্টিফোরের ওমর ফারুকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Discussion about this post