বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকে। তবে পুলিশও তাদদের কৌশল রপ্ত করে দিন দিন অভিযানে ভিন্নতা নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টিফিন বক্স হতে চার হাজার ইয়াবা উদ্বার করেছে পুলিশ। পাচারের সময় চট্টগ্রামের বাঁশখালী রুট হতে চার হাজার পিস ইয়াবাসহ এই যুবককে গ্রেপ্তার করেছে তারা। বৃহস্পতিবার রাতে থানার এসআই বাবুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নাপোড়া বাজার সংলগ্ন বহদ্দারহাট ব্রীজের দক্ষিণ পাশে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে। এ সময় আটক যুবকের সঙ্গে থাকা টিফিন বক্স থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক ব্যক্তি কক্সবাজারের টেকনাফ থানার জিরাদুল মোস্তফার পুত্র খাইরুল আমিন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, চার হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
Discussion about this post