বিনোদন ডেস্ক: দেশের অন্যতম কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। চার দশক ধরে রেডিও, টেলিভিশন, সিনেমা হয়ে স্বাধীন ধারার অসংখ্য গান গেয়ে মুগ্ধ করেছেন শ্রোতা-সমালোচকদের। এখনও ধরে রেখেছেন সেই ধারাবাহিকতা। এক জীবনে অসংখ্য গান গাইলেও নিজের একান্ত ভালোলাগা গানের সংখ্যা খুব বেশি নয়। শিল্পীর ভাষায়, ‘গান তো অনেক গাই। কিন্তু মনের মতো কথা-সুর এবং সেটির প্রেজেন্টেশন সহসা মেলে না। এ ক্ষেত্রে আমি ব্যতিক্রম পেয়েছি গীতিকবি জুলফিকার রাসেলকে। সে মানুষের মনের কথাগুলো এমন সুন্দর করে গানের ছন্দে লিখে ফেলে, যা গাইতে গেলে মনটা ভালো হয়ে যায়।’ জুলফিকার রাসেলের কথায় সামিনা চৌধুরীর কণ্ঠে তেমনই এক ভালোলাগার গান ‘আমি ভালো নেই’। নচিকেতার সুর আর পঞ্চমের সঙ্গীতায়োজনে এটি জুটি মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে ২০ সেপ্টেম্বর। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সামিনা চৌধুরীকে। এটি নির্মাণ করেছেন আবিদ হাসান। সামিনা চৌধুরী বলেন, ‘এ গানটি যখন রেকর্ডিং করছিলাম, মনে হলো গাইছি না। বারবার মনে হতো, আমি বুঝি কথা বলছি। মনের কথাগুলো প্রিয় কাউকে মুখোমুখি বসে বলছি। অদ্ভুত সুন্দর কথার একটা গান। সঙ্গে নচিকেতার মিষ্টি সুর আর পঞ্চমের সঙ্গীতায়োজন। দারুণ একটা গান হয়েছে। আমার খুবই পছন্দের একটি গান।’ গানটি সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‘সামিনা চৌধুরী গুণী একজন শিল্পী। ওনার জন্য এটা আমার দ্বিতীয় সুর। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার দরকার নেই। আশা করছি আমাদের নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে।’ প্রসঙ্গত, এর আগে গত বছর পহেলা বৈশাখে জুলফিকার রাসেল, নচিকেতা চক্রবর্তী, সামিনা চৌধুরী ও রিদওয়ান নবী পঞ্চম জুটির প্রথম গান প্রকাশ হয় জুটি মিউজিকের ব্যানারে। ‘একটুখানি কষ্ট দিতেও’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হয়।
Discussion about this post