বিনোদন ডেস্ক: স্বামী দীর্ঘদিনের প্রেমিক আদিল আলি দুরানি ইচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেন ইসলাম ধর্ম। কিন্তু সেই সংসার এখন আর নেই। এর আগে বিচ্ছেদের ঘোষণা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন স্বামীকে। তারপর থেকে নিয়মিত আদিলের নামে কুৎসা রটিয়ে আসছিলেন রাখি। গত মাসে জামিন পেয়েছেন তিনি। পেয়েই জানিয়েছেন সংবাদ সম্মেলন ডেকে রাখির সব কুকীর্তি ফাঁস করবেন বলে জানিয়েছিলেন তিনি। এবার জানালেন নগ্ন ভিডিও করাই রাখির পেশা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর আগে রাখি্র অভিযোগ ছিল, আদিল তার নগ্ন ভিডিও বিক্রি করেছেন। এবার আদিল বললেন “নগ্ন ভি়ডিও শুট করা রাখির পেশা। প্রচুর প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে রাখির বেশ কিছু ‘নিষিদ্ধ’ ভিডিও দেখতে পাওয়া যাবে।” এদিকে আদিলের এ কথায় সায় দিয়েছেন বলিউডের আরেক বিতর্কিত অভিনেত্রী শার্লিন। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি রাখি। তবে তিনি যে চুপ করে বসে থাকবেন না এ কথা সবার জানা। নেটাগরিকদের ধারনা, শিগগিরই আদিলকে নিয়ে মুখ খুলবেন রাখি।
Discussion about this post