আন্তর্জাতিক ডেস্ক: ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ২ মাস বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ষষ্ঠদিন শনিবার (১১ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আদিয়ামানে একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে বের করে আনে উদ্ধারকর্মীরা। এ তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, দুই মাস বয়সি ওই শিশুকে উদ্ধারের সময় হাততালি ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা। এর আগে, ভূমিকম্পের পঞ্চম দিনেও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে দুই বছর বয়সী শিশু, ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং একজন ৭০ বছর বয়সী নারী রয়েছেন। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবে, তাদের বেঁচে থাকাটা ক্ষীণ। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অলৌকিকভাবে বেঁচে থাকাদের সন্ধানও পাচ্ছেন তারা।
Discussion about this post