আন্তর্জাতিক ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, এবং এসব পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মো. আল মামুন। শুক্রবার (৩১ জানুয়ারি) লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে থাকা এই চিকিৎসক গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি জানান, খালেদা জিয়ার কিডনির যে সমস্যা ছিল, তা অনেকটা উন্নতি হয়েছে এবং অন্যান্য জটিলতাও কমছে। তবে, তার স্বাস্থ্যঝুঁকি থাকায় লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি। ৭ জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে পৌঁছানোর পর, খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হন। সেখানে তার চিকিৎসা শুরু হয়। হাসপাতালের লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। প্রায় ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর, ২৪ জানুয়ারি রাতে তিনি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করা হলেও, আওয়ামী লীগ সরকার সেই সুযোগ দেয়নি। তবে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার পথ উন্মুক্ত হয়। তাছাড়া, তার বিভিন্ন মামলা থেকেও তিনি পর্যায়ক্রমে খালাস পাচ্ছেন।
Discussion about this post