হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ধর্ষণের ফলে জন্মা নেওয়া সন্তান ফেলে যাওয়ার সময় কলেজ ছাত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরে ওই কলেজ ছাত্রীর ধর্ষণের অভিযোগে করা মামলায় আরমান মিয়া (২৩) নামে এক আচার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল। গতকাল সোমবার হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাই গ্রামে একটি খালের পাড় থেকে কলেজ ছাত্রী ও তার নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আরমান মিয়া পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার আদর্শ বাজার এলাকার শামীম মিয়ার ছেলে আরমান মিয়া শায়েস্তাগঞ্জ বাজারের আচার বিক্রেতা। শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে ওই কলেজ ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে আরমান মেয়েটিকে বিয়ে না করে পালিয়ে যান। গতকাল সোমবার কলেজ ছাত্রীর সন্তান প্রসব করেন এবং নবজাতকটিকে তিনি খালের পাড়ে ফেলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। সেখানে নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. নাজমুল হক কামাল বলেন, ‘ধর্ষণের অভিযোগে মেয়েটির দায়ের করা মামলায় আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। যেহেতু ঘটনাস্থল হবিগঞ্জ সদর উপজেলায়, তাই এ ঘটনায় সদর মডেল থানায় আরেকটি মামলা দায়ের হবে।’
Discussion about this post