বিনোদন ডেস্ক: দ্বিতীয় হিন্দি ছবি হিসাবে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল শাহরুখ খানের ‘পাঠান’। এতদিন এই এলিট ক্লাবের একমাত্র বলিউড ছবি ছিল আমির খানের ‘দঙ্গল’। ভারতীয় মুদ্রার ১০০০ কোটি টাকা বাংলাদেশি টাকায় ১৩০০ কোটি টাকার কাছাকাছি। এর পাশাপাশি প্রভাসের ‘বাহুবলী ২’, রামচরণ-জুনিয়র এনটিআর জুটির ‘আরআরআর’ এবং যশের ‘কেজিএফ ২’ সাফল্যের সঙ্গে ১০০০ কোটি টাকার মাইলস্টোন ছুঁতে সফল হয়েছিল। পাঁচ নম্বর ভারতীয় ছবি হিসাবে এই নজির গড়ল পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। ১০০০ কোটি টাকা কামাতে ২৭ দিন সময় নিলেন শাহরুখ খান। যশ রাজ ফিল্মসের সবচেয়ে হিট ছবি এটি। ‘পাঠান’ ছবির সঙ্গে চার বছর পর রুপালি পর্দায় ফিরেছেন শাহরুখ খান। তার এই কামব্যাক যে ব্লকবাস্টার হিট, তা এখন খাতায়-কলমে প্রমাণিত। মঙ্গলবার প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ‘পাঠান’ বিশ্ব বক্স অফিসে ১০০০ কোটির গণ্ডি পার করল। আসুন বড় পর্দায় পাঠানকে সেলিব্রেট করুন’। ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে হিট ছবি ‘দঙ্গল’। এই ছবির বিশ্বব্যাপী আয় ২০০০ কোটি টাকা। তবে মুক্তির প্রথম পর্বে ১০০০ কোটির গণ্ডি ছুঁতে পারেনি আমিরের ছবি। প্রথম পর্যায়ের মুক্তিতে ‘দঙ্গল’-এর মোট আয় ছিল ৭১৬ কোটি টাকা। এরপর আমিরের ছবির ভাগ্য বদলেছিল চিনের মার্কেট। ২০১৭ সালের মার্চ মাসে প্রথমে তাইওয়ান, পরে চিন ও হংকং-এ মুক্তি পায় ‘দঙ্গল’। সে দেশের ভাষায় ডাবিং করে মুক্তি পেয়েছিল ‘দঙ্গল’, ছবি থেকে বাদ পড়েছিল ২০ মিনিটের দৃশ্য। মুক্তির দ্বিতীয় পর্বে চায়না মার্কেট থেকে ১৩৪৪ কোটি টাকা আয় করে ‘দঙ্গল’। চিনে আমির খানের জনপ্রিয়তা লাগামছাড়া। সেই সূত্রেই এই রেকর্ড গড়েছিল ‘দঙ্গল’। এদিকে, খুব শিগগির বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’। তবে যশ রাজ কর্তৃপক্ষের তরফ থেকে এই ছবির চায়না মার্কেটে মুক্তির পরিকল্পনা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। শাহরুখের ম্যানেজার পূজা দাদলানিও ছবির সাফল্যের কথা ইনস্টায় শেয়ার করে লেখেন, ‘১০০০ কোটি পার করল পাঠান… পিকচার আভি বাকি হ্যায়’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। এখানে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া এবং আশুতোষ রানা। ‘জিরো’র ব্যর্থতার পর নিজেকে খানিক গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। তবে তিনি দেখিয়ে দিলেন, ‘এভাবেও ফিরে আসা যায়’। পাঠানের সাফল্যের মাঝেই নিজের পরবর্তী ছবি ‘জওয়ান’-এর শ্যুটিংয়ে ব্যস্ত শাহরুখ। আগামী জুন মাসে এই ছবির মুক্তির তারিখ নির্দিষ্ট থাকলেও তা পেছাতে পারে বলে কানাঘুষা শোনা যাচ্ছে। এছাড়া আগামী ডিসেম্বরে ‘ডাঙ্কি’ নামে আরও এক ছবি নিয়ে হাজির হবেন কিং খান।
Discussion about this post