স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার অ্যালিক অ্যাথানাজে ও শাই হোপের ঝড় থামিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের লক্ষ্য পেল বাংলাদেশ। শুরুতেই তাসকিন আহমেদ উইকেট এনে দিলেও অ্যাথানাজে-হোপ যেভাবে ব্যাটিং করছিলেন তাতে দুই শর কাছাকাছি সংগ্রহ দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। কেননা দলীয় ১ রানে প্রথম উইকেট হারানো ক্যারিবিয়ানরা ১১ ওভার শেষে রান তুলেছিল ১০৫। উইকেট হারিয়েছিল ওই একটিই। এর পেছনে অবদান ছিল শতরানের জুটি গড়া আথানাজে-হোপের।দ্বিতীয় উইকেটে ১০৫ রানের জুটি গড়ার পথে আথানাজে-হোপ দুজনই ফিফটিও তুলে নেন। ব্যাটের ঝড়ের গতি যখন বাড়াবেন ঠিক তখনই জোড়ায় জোড়ায় আঘাত হেনে ক্যারিবিয়ানদের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। শেষ ওভারে জোড়া আঘাত হেনে ম্যাচে বাংলাদেশকে দারুণ এক কামব্যাক দেন মুস্তাফিজুর রহমান।এতে দুই শ তো দূরের কথা কোনোরকমে দেড় শ লক্ষ্য দেয় প্রতিপক্ষরা। শেষ ৫৪ বলে মাত্র ৪৪ রান নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়েছে ৮টি। অধিনায়ক হোপের সর্বোচ্চ ৫৫ রানের বিপরীতে ৫২ রান করেছেন আথানাজে।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। অন্যদিকে ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার রিশাদ-নাসুম।
























































Discussion about this post