ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ করতে যা করা দরকার তা করতে আমরা প্রস্তুত আছি। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সামনে নাশকতাকারীদের দাঁড়ানোর সামর্থ্য নেই। নির্বাচন কমিশন থেকে আমরা নির্দেশনা পেয়েছি সন্ত্রাসী, অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চালানোর। আমরা তা করছি। এসময় আইজিপি বলেন, করোনার সময় সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। প্রতিটি সদস্য মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে। পুলিশ সদস্যরা পুলিশ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করে নিজের রক্ত দিয়ে সাধারণ মানুষের জীবন বাঁচাতে বদ্ধ পরিকর। পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত। স্বাধীনতার ঘোষণায় সবার আগে পুলিশ সদস্যরা পাকিস্তানি বাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলো বলেও উল্লেখ করেন পুলিশ প্রধান। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, রক্তদাতা পুলিশ সদস্যরা সম্মানিত হবেন। বাহিনী তাদের বিশেষ মর্যাদা দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শারফুদ্দিন আহমেদ মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন।
Discussion about this post