স্পোর্টস ডেস্ক: ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে জিয়ানলুইজি দোন্নারুম্মার পথ আলাদা হয়ে যাচ্ছে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ফরাসি ক্লাবটি উয়েফা সুপার কাপের স্কোয়াড থেকে ইতালিয়ান এই গোলকিপারকে বাদ দিয়েছে। ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যম এবং দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, দুই পক্ষের সম্পর্ক ভেঙে যাওয়ায় দোন্নারুম্মার পিএসজি ছাড়ার সম্ভাবনা ‘১০০%’।আগামী বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ইতালির উদিনেসের ব্লুনার্জি স্টেডিয়ামে সুপার কাপে টটেনহাম হটস্পারের মুখোমুখি হবে পিএসজি। ব্রিটিশ গণমাধ্যম ‘মেইল অনলাইন’ জানিয়েছে, এই ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়ার পর পিএসজির সঙ্গে দোন্নারুম্মার সম্পর্ক একেবারেই ছিন্ন হয়েছে।ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তি না করে তিনি ক্লাব ছাড়বেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ক্লাব ইতালিয়ান এই তারকাকে দলে ভেড়াতে আগ্রহী বলেও জানিয়েছে তারা।গত মৌসুমে দোন্নারুম্মা পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লিগ আঁ জেতেন এবং ছিলেন দুর্দান্ত ফর্মে। তবু, ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও তিনি নবায়নে রাজি নন। চলতি দলবদলের মৌসুমেই তার পরবর্তী গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগের কোনো ক্লাব।তবে ফরাসি গণমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’ জানিয়েছে, নিজের পছন্দের ক্লাব না পেলে ২৬ বছর বয়সী এই গোলকিপার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পিএসজিতেই থাকতে পারেন। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি আগ্রহ দেখালেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।এরই মধ্যে দোন্নারুম্মার বিকল্প খুঁজে নিয়েছে পিএসজি। লিঁল থেকে ২৩ বছর বয়সী লুকাস শেভালিয়ারকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে তারা, যাকে পোস্টের নিচের দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখা হচ্ছে।২০২১ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। ক্লাবটির হয়ে টানা চারবার লিগ আঁ এবং একবার চ্যাম্পিয়নস লিগ জেতেন। আসন্ন সুপার কাপে শেভালিয়ারের অভিষেক হওয়ার সম্ভাবনাই বেশি।
Discussion about this post