ঢাকা: দেশে ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা এক ব্যক্তির শরীরে নতুন এই উপধরন শনাক্ত হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান। ডা. নাজমুল বলেন, ‘বিএফ-৭ এ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত বাকি তিনজন চীনা নাগরিক সুস্থ আছেন।’ ডা. নাজমুল ইসলাম বলেন, ‘নতুন উপধরন নিয়ে ভয়ের কিছু নেই। নতুন এই ধরনের সংক্রমণ যেন না বাড়ে সেদিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।’ সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে জানিয়ে নাজমুল ইসলাম জানান, ‘পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি।’ গত ২৫ ডিসেম্বর নতুন করে বেশ কয়েকটি দেশে কোভিডের মাত্রা বেড়ে যাওয়ায় বাংলাদেশের সব বিমান, স্থল ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং বাড়ানোর নির্দেশ দেয়া হয়। সব বন্দরে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।’ করোনার নতুন যে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বিএফ-৭, সেটি বিএ-৫-এর একটি সাব ভ্যারিয়েন্ট। অন্য ভ্যারিয়েন্টের চেয়ে এটার সংক্রমণ ক্ষমতা চারগুণ বেশি। এটির আরেকটি ভয়ানক দিক হচ্ছে খুব কম সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করতে পারে।
Discussion about this post