ঢাকা: দেশে এখন আর সুশাসন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের। তিনি বলেছেন, দেশে বৈষম্য প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। দলটির বাইরে কাউকে চাকরিও দেওয়া হয় না। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় যুব সংহতির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, দেশে এখন আর সুশাসন নেই। সরকারি ক্ষমতার অপব্যবহার করে চারপাশে ব্যাপক হারে দুর্নীতি হচ্ছে। তিনি বলেন, আইন সবার জন্য সমান—এটা বাংলাদেশে বলা যায় না। অর্থনৈতিক মন্দার কারণে সাধারণ মানুষ ভালোভাবে রমজান পালন করতে পারছে না। নিত্য পণ্যের দামও ক্রয়-ক্ষমতার বাইরে। দেশে গণতন্ত্রের চর্চা নেই বলেও মন্তব্য করেন তিনি।
Discussion about this post