ঢাকা : বেসামরীক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দেখানোর নির্দেশ দিয়েছে । জানা গেছে আজ রবিবার (১৫ মে) বিকেলে এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি বেসামরীক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরীক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে সরকারী টেলিভিশন চ্যানেল প্রথমে রেখে সম্প্রচার নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Discussion about this post