ঢাকা: এক সময় প্রভুর মতো আচরণ করা পুলিশের সাবেক আইজিপি বেনজীর এখন কোথায়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতিবাজদের প্রশ্রয় দিলেও সরকার এখন দায় নিচ্ছে না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ রোববার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ। ব্যাংক লুট করে ভবিষ্যৎ প্রজন্মকে ঋণগ্রস্ত করে রেখেছে এই সরকার। এসময়, জিয়াউর রহমান বাংলাদেশকে দুর্নীতি থেকে টেনে বের করেছিলেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তলাবিহীন ঝুড়ির দেশের দুর্নাম ঘুচিয়ে বিশ্বনেতা হয়ে উঠেছিলেন বিএনপি প্রতিষ্ঠাতা। বিএনপি মহাসচিব বলেন, দেশে দরবেশ, সন্ন্যাসী, বড় বড় আলেম- সবাই লুটপাট করছে, এমপিরা চোরাচালান করতে গিয়ে টুকরা টুকরা হচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক নূরুল আমিন বেপারীসহ সংগঠনটির নেতারা।
Discussion about this post