ঢাকা: অপরিকল্পিত উন্নয়নের কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ অঞ্চলের মানুষকে খেসারত দিতে হচ্ছে। এমনটি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, এমন দুর্যোগের সময় সরকার উদাসীনতা বিস্ময়কর। তারা দেশের মানুষের কথা চিন্তা না করে ভারত ভ্রমণ নিয়ে ব্যস্ত। প্রত্যাবাসনে সরকারের ব্যর্থতায় রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বিপর্যয় হচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, সরকারের অত্যাচারে বাংলাদেশের মানুষও শরণার্থী হচ্ছে৷ কর্তৃত্ববাদী শাসনের কারণে তারা দেশ ছাড়ছে। এ সময় দলটির উত্তরাঞ্চলের সকল নেতা কর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রিজভী।
Discussion about this post