আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত সাবেক এক মন্ত্রী বিদেশ থেকে ফিরে দেশের মাটিতে পা রাখা মাত্র গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মোবারক আলারৌ (৪৬) ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত কুয়েতের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন। তার আগে আইনজীবী ছিলেন তিনি। আলারৌয়ের বিরুদ্ধে মন্ত্রী থাকাকালে নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পছন্দের কোম্পানিকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া, সরকারি তহবিলের অর্থ তছরুপ এবং সংবাদমাধ্যমে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত নভেম্বরে তাকে ৭ বছর কারাবাসের আদেশ দিয়েছিলেন কুয়েতের একটি আদালত। তবে মন্ত্রিত্ব চলে যাওয়ার প্রায় পর পরই তিনি দেশত্যাগ করায় এতদিন তার নাগাল পাওয়া যায়নি। একই মামলায় কুয়েতের একটি মন্ত্রণালয়ের একজন আন্ডার সেক্রেটারি এবং সরকারি সংস্থা ফেডারেশন অব কো-অপারেটিভ সোসাইটির সাবেক প্রধানকেও একই সাজা দিয়েছেন আদালত। সেই সঙ্গে যে কোম্পানিকে আলারৌ এবং তার সহযোগীরা টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, সেটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার আলারৌ দেশে ফিরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখামাত্র তাকে বিমানবন্দর পুলিশ গ্রেপ্তার করেছে বলে এক প্রতিবেদনে জানিরয়েছে কুয়েতের দৈনিক আল কাবাস। আলারৌ’র আইনজীবীরা অবশ্য তার সাজা মওকুফের জন্য আপিল করেছেন। আগামী ৩০ মে সেই আপিলের ওপর শুনানি হবে। প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে সম্প্রতি জোরেশোরে অভিযান শুরু করেছে কুয়েত। সূত্র : গালফ নিউজ
Discussion about this post