ঢাকা: দেশের উন্নয়নে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার পরিধি বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির উন্নয়নে গবেষণায় জোর দিতে হবে। সরকার গবেষণায় পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। বৃহস্পতিবার সকালে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। বিএনপির সমালোচনা করে বঙ্গবন্ধুকন্যা বলেন, ক্ষমতায় থাকাকালীন প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের সম্ভাবনা নষ্ট করেছে বিএনপি। তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের। অনুষ্ঠানে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও টিকা নেওয়ার আহ্বান জানান সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট এসেছে, এটা দ্রুত ছাড়াচ্ছে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা টিকা নেননি, তারা এখনই টিকা নিয়ে নিন।
Discussion about this post