বিশেষ প্রতিনিধি: দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার সকালে চট্টগ্রামের বিএমএ ক্যাডেটদের কমিশনপ্রাপ্ত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার উজ জামান এসব বলেন। এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে।
Discussion about this post