ঢাকা: দেশজুড়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকরা সন্ত্রাসী ভাড়ার চেষ্টা করছেন- এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান রিটার্নিং কর্মকর্তারাও এ তথ্য র্যাবকে দিয়েছেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা তিনি বলেন। গত ৭২ ঘণ্টায় জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যাদের নামে সহিংসতার মামলা হয়েছে। কমান্ডার মঈন বলেন, যারা এ ধরনের কার্যক্রম চালাচ্ছে তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে। মঈন বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে র্যাবের গোয়েন্দাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আমাদের গোয়েন্দা তথ্য রয়েছে। যারা সহিংসতা করতে পারেন, তাদের বিষয়ে কাজ করছি। নির্বাচনের আগে যদি তাদের পাওয়া যায়, আইনের আওতায় আনা হবে।
Discussion about this post