ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে প্রাণ হারানো বাংলাদেশি যুবক ওবাইদুরের মরদেহ আড়াই মাস পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।গতকাল শনিবার (১২ জুলাই) বিকেল ৪টায় উপজেলার যাদবপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।পরবর্তীকালে মহেশপুর থানা পুলিশ ওবাইদুরের মরদেহ যাদবপুর ইউপি চেয়ারম্যান সালউদ্দিন আহম্মেদ, যাদবপুর গ্রামের ইউপি সদস্য হাসানুজ্জামানের উপস্থিতিতে তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আহম্মেদ বলেন, গত ২৭ এপ্রিল ভোরে যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ওবাইদুরসহ ৭ থেকে ৮ জনের একটি দল ভারতে যায়। এ সময় ভারতের মধুপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ঘিরে ফেলে। অন্য বাংলাদেশিরা পালিয়ে এলেও বিএসএফের গুলিতে ওবাইদুর নিহত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আড়াই মাস পর ওবাইদুরের মরদেহ তার পরিবার ফেরত পেয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুল ইসলাম কালবেলাকে বলেন, নিহত যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ভোরে মহেশপুর সীমান্তের ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মধুপুর এলাকায় বিএসএফের গুলিতে ওবাইদুর নিহত হন। তিনি যাদবপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হানেফ আলীর ছেলে। দুই দেশের দীর্ঘ চিঠি চালাচালির পর অবশেষে ওবাইদুরের মরদেহ আড়াই মাস পর ফেরত দেয় ভারতীয় পুলিশ।
Discussion about this post