স্পোর্টস রিপোর্ট: দেখতে দেখতে মাঝপথে চলে এসেছে কাতার বিশ্বকাপ ইতোমধ্যে দুই পর্ব শেষ হয়েছে। আগামী ৯ ডিসেম্বর শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের খেলা। এবার চলুন একনজরে দেখে নিই কবে, কখন, কে কার মোকাবিলা করবে। দুইদিন বিশ্বকাপের কোনও খেলা নেই। শেষ ষোলর পর শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল পর্বের লড়াই। শুরুর দিনে অর্থাৎ শুক্রবার দুই ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে।
ম্যাচ নম্বর তারিখ ম্যাচ সময় ভেন্যু
৫৭ নম্বর ৯ ডিসেম্বর, শুক্রবার (ব্রাজিল : ক্রোয়েশিয়া) রাত ৯টা এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
৫৮ নম্বর ৯ ডিসেম্বর, শুক্রবার (নেদারল্যান্ডস : আর্জেন্টিনা) রাত ১টা লুসাইল স্টেডিয়াম, লুসাইল
৫৯ নম্বর ১০ ডিসেম্বর, শনিবার (পর্তুগাল : মরক্কো) রাত ৯টা আল থুমামা স্টেডিয়াম, দোহা
৬০ নম্বর ১০ ডিসেম্বর, শনিবার (ফ্রান্স : ইংল্যান্ড) রাত ১টা আল বাইত স্টেডিয়াম, আল খোর
Discussion about this post