ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে দুর্বৃত্তের হামলায় খালেদ নুর (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদ নুর ছাতকের উত্তর কুর্শি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ হাসান আহমেদ (২২) নামে এক যুবককে আটক করেছে। তিনি উপজেলার দক্ষিণ কুর্শি গ্রামের মোশাহিদ আলীর ছেলে। স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের সড়ক ও মসজিদের পাশের একটি ঝোপে অজ্ঞাত দুর্বৃত্তরা খালেদ নুর (৩২) নামের যুবককের লাশ ফেলে যায়। দীর্ঘদিন প্রবাসে থাকা খালেদ নুর উত্তর কুর্শি গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে। জাউয়াবাজার ও জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই পলাশ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় হাসান আহমেদ (২২) নামে একজনকে আটক করা হয়েছে।
Discussion about this post