বগুড়া প্রতিনিধি: বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম জাকির হোসেন (৪৮)। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। জাকির হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাঁথিয়াখালি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ২০১৪ সালে ল্যান্স কর্পোরাল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর বগুড়ার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্টের সামনে চায়ের দোকান পরিচালনা করতেন। তিনি বসবাস করতেন বগুড়ার শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় ক্যান্টনমেন্ট পাড়ায়। নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, সন্ধ্যায় তিনি মোবাইলে জানিয়েছেন শহরের কলোনী এলাকায় যাচ্ছেন। রাত ৯টার দিকে তিনি খবর পান ফুলদীঘি উত্তরপাড়া এলাকায় হোমিও কলেজের পাশে তাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাজু কামাল জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোমিও কলেজের পাশে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পলিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারিদের হাতে তিনি খুন হয়েছেন। ঘটনার পর থেকেই হামলাকারিদের চিহ্নিত করতে চেষ্টা চালানো হচ্ছে। লাশ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Discussion about this post