স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত জয়ে হারের বৃত্ত ভাঙল বার্সেলোনা। এক বছর পর দলে ফিরে আলো ছড়ালেন নতুন ১০ নম্বর খেলোয়াড় আনসু ফাতি। শুরুতে পিছিয়ে পড়া দলকে দারুণ গোলে সমতায় ফেরালেন পরে আদায় করে নিলেন পেনাল্টি। তাতেই হারের বৃত্ত ভাঙ্গা ম্যাচে ৩-১ গোলে ভালেন্সিয়াকে হারাল রোনাল্ড কোম্যানের দল। রবিবার রাতে ঘরের মাঠে লা লিগার ম্যাচটিতে গায়ার গোলে পিছিয়ে পড়ার পর দলকে সমতায় ফেরান ফাতি। মেমফিস ডিপাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর বদলি নেমে ব্যবধান বাড়ান ফিলিপে কৌতিনিয়ো। লা লিগা নিজেদের শেষ ম্যাচটি হেরেছিল বার্সেলোনা। হারের বৃত্ত ভাঙা ম্যাচে বল দখলে অনেক এগিয়ে ছিল বার্সেলোনা। ৬০ শতাংশ বল দখলে রেখে তারা গোলে শট নিয়েছিল ৯টি। তার পাঁচটিই টার্গেটে, গোল হয়েছে দুটিতে। বিপরীতে ছয়টি শটের তিনটি টার্গেটে ছিল ভ্যালেন্সিয়ার। জয়ে লিগ টেবিলের সাতে উঠে এসেছে বার্সেলোনা। ৮ ম্যাচে ৪ জয় ৩ ড্র আর ১ হারে ১৫ পয়েন্ট নিয়ে আছে কোম্যানের দল। শীর্ষে ২০ পযেন্ট নিয়ে আছে রিয়েল সোসিয়েদ। দুইয়ে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বর অবস্থানে রয়েছে। ম্যাচের মাত্র পাঁচ মিনিটের এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার হোসে গায়া। তবে ক্যাম্প ন্যুতে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি স্বাগতিকরা। ১৩ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে দলকে সমতায় ফেরান ফাতি। ডিপাইয়ের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি বক্সের বাইরে থেকে তরুণ ফরোয়ার্ডের শট দূরের পোস্ট দিয়ে জালে আশ্রয় নেয়। বিরতির আগে ডাচ ফরোয়ার্ড মেমফিসের সফল স্পট-কিকে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে ফাতিকে গায়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরে ফাতিকে তুলে নিয়ে কৌতিনহোকে মাঠে নামান কোম্যান। ম্যাচের ৮৫ মিনিটে গোল করেন কৌতিনহো। ডেস্টের পাস থেকে গোলটি করেন তিনি। ম্যাচের তিন মিনিট বাকি থাকতে অভিষেক হয় আগুয়েরোর। ম্যানচেস্টার সিটিতে চুক্তির মেয়াদ শেষ করে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন তিনি।
Discussion about this post