ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সারাদেশের মণ্ডপগুলোতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত ২৪ ঘণ্টা আনসার সদস্যদের রাখা হবে। ররিবার (১১সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলাসংক্রান্ত সভাশেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। মন্ত্রী বলেন,‘আমাদের গোয়েন্দাদের কাছে নিরাপত্তার শঙ্কা নিয়ে তেমন কোনো খবর নেই। এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। তিনি বলেন, ‘আমরা বলেছি, প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে।’ এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে বলে জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
Discussion about this post