ঢাকা:প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।আজ রোববার (১৬ মার্চ) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদকের অপরাধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন।তিনি জানান, আসামি হাসানুল হক ইনু পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৫০৭ টাকার সম্পদের মালিকানা অর্জন করেন। সেই সঙ্গে তার দখলে রাখা ৪টি ব্যাংক হিসাবে মোট জমা ও উত্তোলনসহ মোট ১১ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ১৯ টাকার সন্দেহজনক লেনদেন করেন।
Discussion about this post