স্টাফ রিপোর্টার(রাজশাহী): রাজশাহী মহানগরীতে ২টি চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোরচক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামিদের হেফাজত হতে ২টি মোবাইল ফোন উদ্ধার হয়। রবিবার বিকালে তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বায়া ভোলাবাড়ীর রিফাত (১৯), বারইপাড়ার রাসেল আহম্মেদ (১৯) ও উজ্জ্বল (২০)। সন্ধ্যায় শাহমুখদুম থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, শনিবার বিকালে শাহমুখদুম থানার দক্ষিণ নওদাপাড়া বটতলা মোড়ে কতিপয় ব্যক্তি চোরাই মোটরসাইকেল বিক্রয় করার জন্য অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ রিফাত নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রিফাতকে জিজ্ঞাসাবাদে সে জানায়, চোরাই মোটরসাইকেলটি তাকে রাসেল ও উজ্জ্বল বিক্রি করার জন্য দিয়েছে। তাদের কাছে বিক্রয়ের জন্য আরেকটি চোরাই মোটরসাইকেল বায়া বাজারের একটি বাসায় রাখা আছে। তার দেয়া তথ্যমতে, শাহমখদুম থানার পুলিশ রাত আড়াইটার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজারের একটি বাড়ি হতে আসামি রাসেল ও উজ্জ্বলকে ১টি চোরাই মোটরসাইকেলসহ আটক করে। এসময় আটকদের নিকট হতে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় আটকরা জানান, সন্তু ও মোমিন নামে দুই ব্যক্তি চোরাই মোটরসাইকেল ২টি বিক্রি করার জন্য তাদের দিয়েছিল। আটকরা দীর্ঘদিন যাবত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে থাকে বলে স্বীকার করে।
Discussion about this post